Logo
Logo
×

পরিবেশ ও জলবায়ু

দেশের সবচেয়ে দূষিত শহর নারায়ণগঞ্জ!

Icon

সাইমুন ইসলাম

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ এএম

দেশের সবচেয়ে দূষিত শহর নারায়ণগঞ্জ!

শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জে বিশুদ্ধ শ্বাস নেওয়ার কোনো জায়গা খুজে পাওয়া দুষ্কর হয়ে উঠেছে।অথচ মাত্র দেড় দশক আগেও লিংক রোডের দুপাশে ছিলো বড় বড় গাছের মিলনমেলা। তবে বর্তমানে সবুজের দেখা মেলা পূর্নিমার চাঁদ হয়ে দাড়িয়েছে।যার ফলশ্রুতিতে নভেম্বর মাসে দেশের সবচেয়ে বেশি দূষিত শহরের তকমা জুটেছে নারায়ণগঞ্জের ভাগ্যে।বায়ুমান এ সূচক প্রকাশ করে স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র(ক্যাপস)। বায়ুমান  এ সূচকে নভেম্বরে দেশের সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করা হয়েছে।যার স্কোর ২০৫। উল্লেখ্য যে,বায়ুর মানদন্ড স্কোর অনুযায়ী,(০-৫০) মানে ভালো,(৫১-১০০) মানে গ্রহন যোগ্য,(১০১-১৫০)মানে  সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর,(১৫১-২০০)মানে অস্বাস্থ্যকর,(২০১-৩০০)মানে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১+ মানে দূর্যোগপূর্ন।
নারায়ণগঞ্জের স্কোর যেহুতু ২০৫ তার মানে হলো এ শহর খুবই অস্বাস্থ্যকর। এ বায়ুমান স্কোরে নারায়ণগঞ্জের ঠিক পরেই রয়েছে ঢাকা। এর রয়েছে যথাক্রমে গাজীপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ। পরিবেশের দিক থেকে নারায়ণগঞ্জের এ দশার কারণ হিসেবে স্থানীয়রা বলেন, একটু ফাঁকা জায়গা পেলেই কারখানা গড়ে তুলার প্রবণতা থেকেই পরিবেশের এ হাল হয়েছে। শিল্প অধ্যুষিত এ নারায়ণগঞ্জের বৈধ অবৈধ মিলিয়ে  কল কারাখানার সংখ্যা কয়েক হাজার। ইট ভাটার সংখ্যাও নেহাত কম নয়।


এর মধ্যো কিছু বৈধ হলেও সিংহভাগই অবৈধ। গুটিকয়েক বৈধতার সার্টিফিকেট পেলেও সেগুলো দেদারছে চালাচ্ছে নিয়ম বহির্ভূত কর্মকান্ড। এসব বিষয় নিয়ে ডাইং কারখানার মালিকদের সাথে কথা বললে তারা নাম প্রকাশ না শর্তে জানান,কারখানার সব কাগজপত্র ঠিকঠাক থাকলেও পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র পাওয়া যায় না। তাই তারা বাধ্য হয়েই অবৈধভাবে ফ্যাক্টরী পরিচালনা করে আসছেন। তারা আরও জানান, গ্যাসের প্রেসার ঠিকঠাক মতো না পাওয়ায় তারা গ্যাসের পরিবর্তে কাঠ ও ঝুঁট ব্যাবহার করছেন। এতে পরিবেশের মারাত্মক বিপর্যয় হলেও পরিবেশ অধিদপ্তর থেকে তাদের কোনোরকম ঝামেলা পোহাতে হয় না। তারা কেউ মাসিক হারে ও কেউ বাৎসরিকহারে পরিবেশ অধিদপ্তরে মাসোহারা পাঠাচ্ছে।তারা আরোও উল্লেখ্য করেন,মাঝে মাঝে নামকাওয়াস্তে পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান চালায় যার সম্পর্কে ফ্যাক্টরীর মালিকরা আগে থেকেই অবগত থাকেন।


এদিকে নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে দূষিত জেলার খেতাব পাওয়া নিয়ে নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ জানান, পরিবেশের সুরক্ষায় আমরা নিয়মিত জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে থাকি। আজও কয়েকটি ইটভাটাকে জরিমানার আওতায় এনেছি।


তবে পরিবেশপ্রেমীরা জানান, এমন নামকাওয়াস্তে অভিযান দিয়ে পরিবেশ ঠিক করা যাবেনা। একদিক দিয়ে জরিমানা দেয় অন্যদিক দিয়ে আবার পারবেশ দূষন করতে শুরু করে।এভাবে আসলে পরিবেশের উন্নতি হবেনা। পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে আরোও কঠোর ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন