শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

দ্বিতীয় স্বাধীনতা উপলেক্ষে রাজীবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪  

 

কলম ধরো জীবন গড়ো, মাদক ছাড়ো খেলা ধরো স্লোগানে দ্বিতীয় স্বাধীনতা উপলেক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজীজুল ইসলাম রাজীবের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

 

টুর্ণামেন্টে জয়ী হয়ে প্রথম পুরুষ্কার (ফ্রিজ) পান কালিবাজার হার্ডওয়্যার ও  দ্বিতীয় হয়ে টিভি জিতে নেন লিজেন্ড অব ঈদগা। এদিকে এই বর্তমান পরিস্থিতিতে এই ধরনের আয়োজন করায় নেতাকর্মীসহ এলাকাবাসীদের প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব।

 


প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ক্রীড়া জগতের সুপরিচিত নাম নারায়ণগঞ্জ। এই জেলায় বহু বিখ্যাত ক্রিকেটারের জন্ম হয়েছে। একই সাথে অনেক ফুটবলারের জন্ম হয়েছে।

 

 

তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পরে এই বিপ্লবকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ছাত্র-জনতাকে বই-খাতার সাথে পরিচিত করার জন্য তা ছাড়া খেলাধুলোর সাথে পরিচিত করার জন্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজীজুল ইসলাম রাজীবকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাই এমনকি আমার পক্ষ থেকে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

 

 

তিনি আরো বলেন, আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই প্রমান হয় আজিজুল ইসলাম রাজীব একজন দখ্য সংগঠক। তিনি তার দখ্যতার প্রমান দিয়ে আজকে সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন করেন।

 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান,  বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদসহ প্রমুখ।       এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর