ধাবমানের হাজারতম সাহিত্য সভা-লেখক সমাগম
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ মে ২০২২, ০৯:৫৭ পিএম
সাহিত্য সংগঠন ধাবমানের হাজারতম সাহিত্য সভা উপলক্ষে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে লেখক সমাগম। রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে বিকাল ৪টায় এই সাহিত্য আড্ডার আয়োজন করছে নারায়ণগঞ্জের সংগঠন ধাবমান সাহিত্য আন্দোলন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পাঁচটি পর্বে সাজানো সাহিত্য আড্ডায় অংশ নেবেন বিভিন্ন দশকের কবি-লেখকরা। হাজারতম এই সাহিত্য সভায় আয়োজনের মধ্যে রয়েছে- পথের পরত: (লেখক জীবনের কোনো একটি অভিজ্ঞতা বলা)।
বলবেন- আলফ্রেড খোকন, টোকন ঠাকুর, শামীম রেজা, কবির হুমায়ূন, শাহেদ কায়েস। ঊষার আকাশ: (নিজের প্রথম সৃষ্টি সম্পর্কে বলা)। বলবেন- ওবায়েদ আকাশ, সাখাওয়াত টিপু, শোয়াইব জিবরান, অমল আকাশ, জাহাঙ্গীর সুর। ছোট কাগজের বড়াই: (লিটল ম্যাগাজিন সম্পাদকের কথা)। বলবেন- এজাজ ইউসুফী, আমিনুর রহমান সুলতান, অরবিন্দ চক্রবর্তী।
কথার ফেরি: (কথাসাহিত্যিকদের নিজের লেখায় পছন্দের একটি চরিত্র সম্পর্কে বলা)। বলবেন- শাহনাজ মুন্নী, রাজীব নূর, স্বকৃত নোমান, মোজাফফর হোসেন। সব শেষে কবিতা প্রহর: (স্বরচিত কবিতা পাঠ)। কবিতা পড়বেন- সরকার মাসুদ, মাহবুব কবির, সৈকত হাবিব, শ্যামল দাষ, বীরেন মুখার্জী, রহমান মুজিব, রানা নাগ, আশরাফ জুয়েল, মামুন খান, চন্দন চৌধুরী, মনিরুজ্জামান মিন্টু, সাকিরা পারভীন সুমা, স্নিগ্ধা বাউল, সেঁজুতি বড়ুয়া, গিরীশ গৈরিক, স্বপঞ্জয় চৌধুরী। অনুষ্ঠান সঞ্চলনা করবেন লোপা মমতাজ।