শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

নও মুসলিমদের পাশে টিম খোরশেদ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  




নারায়ণগঞ্জ মহানগরীর নও মুসলিম ২৫ টি পরিবারকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন টিম খোরশেদ। গতকাল রবিবার সকালে সামর্থ্যবান ব্যক্তিবর্গের (মডেল গ্রুপ) সহায়তায় ২৫ টি নও মুসলিম পরিবারের পুরুষ সদস্যদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর খোরশেদ।

 

 

উপহার সামগ্রী হাতে পেয়ে নও মুসলিম সংগঠনের দল নেতা মোঃ আব্দুল্লাহ বলেন, আমরা আল্লাহর দ্বীনকে সত্য মেনে অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছি। আমরা সব সময় আপনাদের সহযোগিতা কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন, টিম মেম্বার জয়নাল আবেদীন, নাজমুর কবির নাহিদ, রানা মুজিব ও টিম সচিব আলী সাবাব টিপু। এন.হুসেইন/জেসি