Logo
Logo
×

বিনোদন

নতুন করে এলো ‘একাত্তরের বীর বাঙালি’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৭:৪৯ পিএম

নতুন করে এলো ‘একাত্তরের বীর বাঙালি’

বিজয়ের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল চার শিল্পী হাজির হলেন এক গান নিয়ে। গানটি গেয়েছেন আকাশ মাহমুদ, রাকিব রাফি, শিহাব আশরাফুল, তৌহিদুর রহমান।

 

‘একাত্তরের বীর বাঙালি’ গানের কথা ও সুর করেছেন রাকিব রাফি। এর কম্পোজিশনে রয়েছেন শিহাব আশরাফুল। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর চমৎকার ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ। এতে মডেলও হয়েছেন চার শিল্পী। গানটি ইউটিউব চ্যানেল টি আর মিউজিক স্টেশন থেকে ভিডিওতে প্রকাশ হয়েছে ১০ ডিসেম্বর।  

 

দেশপ্রেমের চেতনায় তৈরি গানটি এরমধ্যেই শ্রোতা-দর্শকের মন ছুঁয়েছে বলে দাবি শিল্পীদের। গানে গানে শহীদ ও গাজী সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পেরে আনন্দিত গানটির সাথে যুক্ত সবাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন