না.গঞ্জে ঈদের নামাজকে কেন্দ্র করে ছিল বাড়তি নিরাপত্তা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১১:৫৭ এএম
নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার নামাজকে কেন্দ্র করে কেন্দ্রীয় ঈদগাহসহ জেলা জুড়ে ছিল র্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
রোববার (১০ জুলাই) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের আশপাশে বিশেষ নিরাপত্তার জন্য র্যাব, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পথে পথে ছিল নজরদারি। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ছিল নিরাপত্তায় নিয়োজিত।
জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, ঈদের নামাজকে কেন্দ্র করে আমাদের পুলিশ, র্যাব, ডিবি, সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা কাজ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলার সংবাদ নেই।সুন্দরভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।