শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

না’গঞ্জে ৩ এপ্রিল ৪০৭ নমুনা পরীক্ষায় আক্রান্ত ১৩৭

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১  

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৭ জন। কোন মৃত্যু নেই। শনিবার (৩ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন থেকে প্রকাশিত করোনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

 

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৭ জনকে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার শতকরা ৩৩.৬৬ জন।

 

জেলা সিভিল সার্জনের তথ্যানুযায়ী নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৮৭ হাজার ৪৪৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪২২ জন এবং মৃত্যু হয়েছে মোট ১৭১ জনের। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ১০৮ জন।
 

এই বিভাগের আরো খবর