বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২১ মে ২০২২  

নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাব ভবনে নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সভাপতি সালাম জুবায়েরের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় ‘লেখার বিষয়ে অভিজ্ঞতা ও পর্যবেক্ষন’ শীর্ষক মনোজ্ঞ ও বস্তুনিষ্ঠ আলোচনা উপস্থাপন করেন কবি-শিক্ষাবিদ কারীম রেজা।

 

সাহিত্য আড্ডায় স্বরচিত লেখা পাঠ এবং বিভিন্ন বিষয়ে মনোজ্ঞ আলোচনায় অংশ নেন ছড়াকার অভিজিৎ রায়, ঔপন্যাসিক শাওন আসগর, গল্পকার নাফিজ আশরাফ, গল্পকার প্রকৌশলী বদরুল আলম,

 

কবি শিফন হোসেন মানব,  ছাড়াকার চানমিয়া চান্দু, আফজাল হোসেন খান নিপু, মজিবুল হক বাদল প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন আবদুল আজীজ।  নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা সবার জন্য উন্মুক্ত এবং নিয়মিত প্রতি মাসের তৃতীয় শুক্রবার অনুষ্ঠিত হয়।