নারায়ণগঞ্জ ক্লাব ও লন্ডন টাইগার্স ফুটবল ক্লাব’র প্রীতি ফুটবল
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৮ পিএম
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ও লন্ডন টাইগার্স ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জের ইসদাইরে অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে এই আয়োজন করা হয়।
প্রীতি ম্যাচে টাইগার্স ফুটবল ক্লাবের বিরুদ্ধে ১-০ গোলে জয় লাভ করে নারায়ণগঞ্জ ক্লাব। খেলার দ্বিতীয়ার্ধে নারায়ণগঞ্জ ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন ওয়ালী ফয়সাল। খেলা শেষে নারায়ণগঞ্জ ক্লাবের গেষ্ট হাউজ ক্যাফেটেরিয়ায় দুই দলের খেলোয়াদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু, ভাইস প্রেসিডেন্ট মো. ইদী আমীন (ইব্রাহিম খলিল), পরিচালনা পর্ষদ সদস্য এম শামীম রেজা, আলহাজ্ব মনির হোসেন (নোয়াব), এসএম শাহীন, হাজী মো. তাসলিমুদ্দিন খান (শিশু), সাদেকুস সামাদ রিপন, মো. দুলাল মল্লি¬ক, হারুন অর রশীদ সামাদ, মো. সাইফুর রহমানসহ ক্লাবের কর্মকর্তা, সদস্য ও কর্মচারীগণ। এন. হুসেইন/ জেসি