শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

নারায়ণগঞ্জ থেকে ১৩ শতাধিকের বেশি এবার মুসল্লী হজ্ব পালন করবে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ মে ২০২৩  



মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় প্রতিবছর শুধু নারায়ণগঞ্জ থেকেই নয় সারা দেশ থেকে হাজিরা হজ্বের উদ্দেশ্যে গমন করেন সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীতে। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) মাসে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হতে পারে।

 

 

এদিকে হাজিদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিবছর মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা নামক টিকা দেওয়া হয়। জানা যায়, এবছর নারায়ণগঞ্জ  থেকে প্রায় ১৩ শতাধিকের বেশি হাজিরা হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা দিবেন।

 

 

এ ব্যাপারে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই মো. লুৎফর রহমান যুগের চিন্তাকে জানান, নারায়ণগঞ্জ থেকে যারা হজ্ব পালনের জন্য যাচ্ছেন তাদেরকে আমরা টিকা দিচ্ছি এবং রবিবারে আরোও ৩০০ টিকা নিয়ে আসার ব্যবস্থা করছি । ফ্লাইটের শেষ দিন পযন্ত এই টিকা হাজিদের দেওয়া হবে। এন.হুসেইন রনী /জেসি