রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

নারায়ণগঞ্জ বিপিজেএ’র কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১  

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর নারায়ণগঞ্জ জেলা শাখা’র নতুন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারের পিছনে ভাষা সৈনিক সড়কে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর বরাদ্দকৃত ছাদে দ্বিতীয় তলার ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা ফটোজার্নালিস্টসের সভাপতি হাজী  হাবিবুর রহমান শ্যামল।

 

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সভাপতি তাপস সাহা, সহসভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সহ সাধারণ সম্পাদক কে এইচ মিলন, সাংগঠনিক সম্পাদক তানভির রনি, অর্থ সম্পাদক কাজী আলমাস, ক্রীড়া সম্পাদক সোহেল, প্রচার সম্পাদক শহিদ হোসেন ও কার্য নির্বাহী সদস্য আমির হোসেন, মেহেদী হাসান সজীব, আরিফ জয় ও সাধারণ সদস্য কাইয়ূমখান।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল, এনএএন টিভির স্টাফ রিপোর্টার বদরুজ্জামান রতন, ফটো সাংবাদিক মশিউর রহমান, সাংবাদিক আশিকুর রহমান সাজু, ফটো সাংবাদিক সাজ্জাদ, মাহমুদুর ইসলাম সৌরভ, সাংবাদিক মান্নান, ফটো সাংবাদিক জাহাঙ্গীর, সাংবাদিক উজ্জ্বল, সালাউদ্দিন, জহির রায়হান, রিপন, সাগর প্রমূখ। 
 

এই বিভাগের আরো খবর