রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার মাহফিল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩  


পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত সকল সাংবাদিক ও সাংবাদিক স্বজনসহ নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসারের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এর আগে সংবাদকর্মী সহ বরেণ্য ব্যক্তিদের সম্মানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করীম বাবু।  

 

 

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, একজন সাংবাদিকের কলমের কালি কোরানের আয়াতের মতো পবিত্র তা রক্ষা করা সাংবাদিকের ইমানি দায়ীত্ব। আপনারা এখানে সকলেই ভালো মাপের সাংবাদিক। হাটি হাটি পা পা করে এখানে এসেছেন। আপনারা এক সময় জাতীয় পত্রিকায় বড় পরিশরে বিভিন্ন পদে কাজ করবেন। আপনাদের মাধ্যমে দেশ-বিদেশের সকল মানুষ কোন কিছু ঘটলে ঘটনার বিষয় জানতে পারবে।

 

 

আমি যদি খারাপ কিছু করি অবশ্যই আমার বিরুদ্ধে লিখবেন। এতে করে আমার কোন আপত্তি নেই। ভালো কাজ করলে তার প্রশংসা হবে। একটা মানুষ ভালো কাজ করলে এবং তা তুলে ধরলে অন্তত আপনাদের উপকার নাই হোক সমাজের উপকার হবে। এ বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে।  

 

 

নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মুন্না খান, রাতুল মটরস এর স্বত্তাধিকারী মোঃ ফারুক হোসেন, মা ডেন্টালের স্বত্বাধিকারী ডাক্তার, এম এইচ তালুকদার। 

 

 

বিশেষ অতিথি জুয়েল হোসেন বলেন, রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। সত্যিকার মুমিন হিসেবে গড়ে উঠার অনুপম শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাস রমজান। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। নারায়ণগঞ্জের সাংবাদিকরা সততা ও দক্ষতার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছেন। 

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, দপ্তর সম্পাদক রাশিদ চৌধুরী, ক্রিয়া সম্পাদক মোঃ রবিউল হোসেন,আইন বিষয়ক সম্পাদক বদিউজ্জামান, কার্যকরি সদস্য তৌকির আহমেদ রাসেল, সাংবাদিক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, সিটি প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি উওম সাহা অপু রহমান, তুষার আহমেদ গোলাম কিবরিয়া খোকন, পরিবহন ব্যাবসায়ী শামসুজ্জামান রকি, সহ আরও অনেক নেতৃবৃন্দ। এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর