Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

নারায়ণগঞ্জবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন শ্রী রঞ্জিত মন্ডল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৩:০১ পিএম

নারায়ণগঞ্জবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন শ্রী রঞ্জিত মন্ডল



সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীকে ধর্মবর্ণ নির্বিশেষে প্রানঢালা শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ও ফতুল্লা থানা শাখার সভাপতি শ্রী রঞ্জিত মন্ডল।

 

 

 

 

 

 

 

গত (১ অক্টোবর) শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাস্থ বারৈভোগ এলাকার অতি প্রাচীন তম শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী দূর্গা মন্দিরের সার্বিক তত্বাবধান কারী পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলা ও ফতুল্লা থানা শাখার সভাপতি শ্রী রঞ্জিত মন্ডল বলেন, আমি নারায়ণগঞ্জ বাসীকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।

 

 

 

 

 

 

 

দলমত নির্বিশেষে সকলকে আহবান জানাচ্ছি শারদীয় দূর্গোৎসবে অংশ গ্রহনের। বিগত বছর গুলোতে মহামারি করোনা ভাইরাসের কারনে আমরা শারদীয় দূর্গোৎসব পালন করতে পারিনি। মা দূর্গার কাছে আর্শিবাদ করছি এই মহামারি করোনা ভাইরাস থেকে যে আমাদের সকলকে মুক্ত করে নির্র্মল করে দেয়। পাশাপাশি বিশ্বে ইউক্রনে রাশিয়া যুদ্ধ চলছে তাই মা দূর্গার কাছে আরো আর্শিবাদ করছি সারা বিশ্ব যেন শান্তিময় হয়।

 

 

 

 

 

 

 

 

 

আজ থেকে দশমী পর্যন্ত আমাদের এই পূজো চলবে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট ৭৭ টি পূজা মন্ডপ তৈরী করা হয়েছে। স্থানীয় প্রশাসন কঠোর নজরধারিতে রেখেছেন প্রতিটি মন্ডপ। পাশাপাশি আমরাও প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগিয়েছি। আমি আশা করি এবারের শারদীয় দূর্গোৎসব, প্রসাশনের সহযোগিতায় অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।

 

 

 

 

 

 

 

 

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে.এম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে.এম শামীম ওসমান আমাদের মন্ডপ গুলোতে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছেন,  যাতে করে আমরা এবারের শারদীয় দূর্গোৎসবটি অত্যান্ত ভাল ভাবে পালন করতে পারি। আমি আবারও সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ও মায়ের কাছে দেশবাসীর মঙ্গল কামনা করছি।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন