বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জে শ্রম আদালতের বিচার কার্যক্রম শুরু

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩  


শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জে শ্রম আদালতের বিচার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে প্রথম মামলার ফাইলিং করার মধ্যে দিয়ে এই বিচার কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে এদিন ১২ টি মামলার ফাইলিং করা হয়েছে। প্রথম মামলার ফাইলিং করেছেন বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

 

 

এখন থেকে প্রতিদিন নারায়ণগঞ্জের আজমেরীবাগ এলাকার ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশন সংলগ্ন শাহজাদা ভবনে এই বিচার কার্যক্রম চলবে। নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান তথা জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করবেন কিরণ শংকর হালদার। কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ এই চারটি জেলা নিয়ে এই বিচার কার্যক্রম চলবে।

 

 

চারটি জেলার বিচার প্রার্থী শ্রমিক ও মালিক এখানে এসে মামলা পরিচালনা করবেন। এ বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি ও শ্রম আদালতের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, নারায়ণগঞ্জ শিল্প নগরী এলাকা। এখানে প্রচুর শিল্প সমস্যা মালিক-শ্রমিক বিরোধ তৈরি হয়।

 

 

এই সমস্যাগুলোর সমাধানের জন্য শ্রমিকদের মালিকদেরও ঢাকা গিয়ে মামলায় বিচারপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে হতো। তিনি আরও বলেন, আমরা প্রায় ১৪ থেকে ১৫ বছর আগে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠন সরকারের কাছে দাবি করেছিলাম যেন নারায়ণগঞ্জ শ্রম আদালত চালু করা হয়। আমরা আজকে শ্রম আদালতের প্রথম কার্যদিবসে প্রথম মামলা করেছি।

 

 

আজকে এখানে ১২ টি মামলা ফাইলিং করেছি। আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শ্রম আদালতের বিচার কাজ শুরু হলো। প্রথমদিনের বিচার কার্যক্রমে আরও অংশ নেন অ্যাডভোকেট এম. এ আউয়াল রিন্টু, অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা ও অ্যাডভোকেট ইখতিয়ার হাবিব সাগর। এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর