নারায়ণগঞ্জে ২২০ মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ পিএম
নারায়ণগঞ্জ জেলায় এবার মোট ২২০টি মন্ডপে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জেলার ২২০টি মন্ডপের মধ্যে সদর এলাকায় ৪২টি, ফতুল্লায় ২৮টি, বন্দরে ২৮টি, সিদ্ধিরগঞ্জে ৭টি, সোনারগাঁয়ে ৩৩টি, আড়াইহাজারে ৩২টি এবং রুপগঞ্জে ৫০টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা। সেই লক্ষ্যে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে পূজা মন্ডপগুলোতে। মন্দির গুলোতে শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। বুধবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে শহরের বেশ কয়েকটি পূজা মন্ডপে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
প্রতিমা শিল্পীরা জানান, আমাদের প্রতিমা তৈরির কাজ শেষ। এখন প্রতিমায় রঙ করা, কাপড় পরিধানের কাজ চলছে। চলছে পূজামন্ডপের শেষ মুহুর্তের বর্ণিল সাজ-সজ্জার কাজ। এদিকে পূজাকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ‘প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। পাশাপাশি মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে; পুলিশের পক্ষ থেকে। পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তায় তৎপর থাকবে। এন.এইচ/জেসি