শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

নারী নির্যাতন মামলায় বিএনপি নেতা টিপুর ভাই মিঠু কারাগারে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪  

 

নারী নির্যাতন মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর ছোট ভাই নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বহিষ্কৃত কার্যকরী সদস্য ও কালবেলার সাবেক নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এমএ খান মিঠুকে কারাগারে পাঠিয়েছে আদালত। মিঠুর চতুর্থ স্ত্রী অন্তরার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গত বৃহস্পতিবার রাতে মিঠুকে গ্রেফতার করা হয়।

 

গতকাল ৫ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণ করেন। এসব তথ্য নিশ্চিত করে মামলার বাদী অন্তরার আইনজীবী মো. শাহিন বলেন, ‘নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর ছোট ভাই মিঠুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতে তোলা হলে তার আইনজীবী জামিন চাইলেও বিজ্ঞ আদালত সেটা না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’ এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর