রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নিজেদের সিদ্বান্তে ইজিবাইক ভাড়া বাড়িয়ে দিলো অটো মালিকরা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩  

 

পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। এই  রুটে কয়েকশত অটো ও ইজিবাইক চলাচল করে। এসব পরিবহনে যাতায়াত করে লক্ষাধিক যাত্রী। এর রুটের পঞ্চবটি থেকে কাশিপুর হাটখোলা পর্যন্ত সড়কে প্রচুর গার্মেন্টস , নিটিং ফ্যাক্টরি , ডাইংসহ নানারকম ইন্ড্রাস্ট্রিয়াল প্রতিষ্ঠান বিদ্যমান।

 

 

এ সড়কেই নারায়নগঞ্জের অন্যতম ব্যস্ত শিল্প এলাকা বিসিক অবস্থিত। ইন্ড্রাস্ট্রিয়াল এলাকা হওয়ার সুবাদে দিনে রাতে সবসময়ই মানুষের সরব আনাগোনা প্রত্যক্ষ করা যায়। কাজের সুবাদে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আবাসস্থল এই এলাকা অথবা আশেপাশের এলাকায়।

 

 

কাজে আসা যাওয়ার ক্ষেত্রে তাদের নিত্যদিনের সঙ্গি এই ইজিবাইকগুলো। কিন্তু সাম্প্রতিক সময়ে ইজিবাইকের কতিপয় মালিক কোনো উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজেদের একক সিদ্বান্তে একপ্রকার জোর করেই নিজেদের মতো করে ভাড়ার তালিকা তৈরি করে তা প্রতিটি গাড়িয়ে লাগিয়ে দিচ্ছে। চালকরাও সেই ভাড়ার তালিকা দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করছে। এতে করে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ।

 

 

পঞ্চবটি থেকে বিসিক দুরত্বের দিক দিয়ে একেবারেই অল্প। এত সল্প দুরত্বে নতুন ভাড়া ১০ টাকা নির্ধারীত হওয়ায় অনেকেই কর্মস্থলে পায়ে হেঁটে যোগ দিয়েছেন। এই বাড়তি ভাড়া নির্ধারনের ফলে শুধু যাত্রীরাই ক্ষোভ প্রকাশ করেননি , চালকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। একাধিক চালক জানান পঞ্চবটি থেকে বিসিক ১০ টা ভাড়া নিতে আমার নিজের ও খারাপ লাগে। ভাড়া বাড়ার কারনে অনেকে গাড়িতে না উঠে পায়ে হেটে কাজে যায় । ফলে যাত্রী কমে গেছে।

 

 


নতুন ভাড়া সম্বলিত এই ষ্টিকার ভোলাইলে জোড় করে গাড়িতে লাগিয়ে দিয়ে ১০ টাকা নিয়ে নেয়। ভোলাইলের তিনটি গ্যারেজ এর মালিক রুবেল,রুহুল আমিন,রতন এই তিনজন নিজেদের মধ্যো মিটিং করে এই ভাড়া বৃদ্ধি করে যার এখতিয়ার আসলে তাদের নেই।

 

 

এই বাড়তি ভাড়া বৃদ্ধির প্রক্রিয়া সম্পর্কে গ্যারেজ মালিক  রুবেল, রুহুলআমিন এর কাছে জানতে চাইলে  তাদের সম্মিলিত বক্তব্য হলো গাড়ির পার্টস থেকে শুরু করে খাবারের দাম সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা মালিকরা মিলে সিদ্ধান্ত নিয়ে ভাড়া বৃদ্ধি করেছি। তবে আমরা কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও সিদ্ধান্ত ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করেছি ।

 

 

তবে সুধীজনরা বলছে কর্র্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত ছাড়াই এভাবে মালিকরা নিজেদের সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি উদ্বেগের বিষয়। এভাবে সেচ্ছাচারী সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে  সর্বক্ষেত্রে এর বিরুপ প্রভাব পড়তে পারে। এটা যারা করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে বিআরটিএ সহকারী পরিচালক শামসুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন তিনি ছুটিতে আছেন বর্তমানে। আগামী রবিবার তার সাথে  কথা বলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
 
 

এই বিভাগের আরো খবর