মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১

নির্বাচন বর্জনের দাবিতে কবিরের নেতৃত্বে তারাবো যুবদলের গণসংযোগ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে তারাবো পৌরসভা যুবদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে তারাবো পৌরসভার বরপা, আড়িয়াবো এলাকার বিভিন্ন স্থানে যুবদলের নেতাকর্মীরা সাধারন জনগণের ধারে ধারে গিয়ে লিফলেট বিতরণ করেন।

 

এ সময় তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির বলেন, আমাদের তারাবো পৌরসভা যুবদলের নেতাকর্মীরা বর্তমানে অসহযোগ আন্দোলনের লক্ষ্যে হিসেবে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। এছাড়া ও ডামি নির্বাচন বর্জনের জন্য দলের কর্মসূচি অনুযায়ী লিফলেট নিয়ে জনগণের কাছে গিয়ে তাদের হাতে লিফলেট দিয়ে গণসংযোগ করছি। মানুষ আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে।

 

এ সময় আফজাল কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী বাবুল, আরিফুর রহমান-যুগ্ম আহ্বায়ক, মকবুল হোসেন সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড, নয়ন ভুইয়া সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড দক্ষিণ, সাইফুল ইসলামসহ প্রমুখ।  

 

এই বিভাগের আরো খবর