শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

নির্বাচনের ব্যস্ততায় ভুলেই গিয়েছি ঈদের আমেজ: ইউএনও পিন্টু বেপারী

প্রকাশিত: ৩ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  বছর ঘুরে মুসলমানদের ভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করে তুলতে আবার আসছে ঈদুল ফিতর। শত ব্যস্ততার মাঝেও চারিদিকে ঈদের আমেজ বিরাজ করছে। তবে সকল দিকে আনন্দ বিরাজ করলেও বন্দর উপজেলা নির্বাচনী কার্যক্রমে ঘিরে বন্দরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিন্টু বেপারী। কাজের ব্যস্ততায় ভুলেই গেছেন ঈদের আমেজ। ঈদুল ফিতর উদযাপন নিয়ে যুগের চিন্তা ২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী। সাক্ষাৎকারটি নিয়েছেন নুসরাত জাহান সুপ্তি। 

 

ঈদ উদযাপন প্রস্তুতি নিয়ে বলেন, এ বছর উপজেলা নির্বাচনের প্রস্তুতির চাপের কারণে ঈদের কোন প্রস্তুতি নেওয়া হয়নি। নির্বাচনের কাজেই সারাদিন ব্যস্ত থাকি। 

 

পরিবারের জন্য কেনাকাটা সম্পর্কে তিনি জানান, কোন সময় পাইনি ঈদের কেনাকাটার জন্য। সময় বের করতে হবে ঈদ বলে কথা। 
ঈদের বিশেষ পরিকল্পনা নিয়ে বলেন, নির্বাচনের প্রস্তুতির কার্যক্রমই এবারের বিশেষ পরিকল্পনা। কাজের চাপে কোন পরিকল্পনা নাই। নির্বাচনের ব্যস্ততায় ভুলেই গিয়েছি ঈদের আমেজ। ঈদের দিনও ব্যস্ত থাকতে পারি। কিন্তু পরিবারের সকলের সাথেই দিনটা কাটাবো।

 

ছোটবেলার ঈদের স্মৃতি মনে করে বলেন, ছোট বেলার অনেক স্মৃতি এখনো মনে পড়ে। বন্ধুদের সাথে দারুণভাবে দিনটি কাটাতাম।সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকলেই ভালো থাকুক। সবাইকে ঈদের শুভেচ্ছা।   
 

এই বিভাগের আরো খবর