শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে ইফতার ও ঈদ উপহার প্রদান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  



নারায়ণগঞ্জের তল্লা আজমেরীবাগে ঢাকা কলেজ ৯২ ব্যাচের উদ্যোগে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের খুদে শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। গতকাল শনিবার (১৫ এপ্রিল) শহরের তল্লা আজমেরীবাগ এলাকাস্থলে ঢাকা কলেজ ৯২ ব্যাচের নিজস্ব ফান্ডের উদ্যোগে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের খুদে শিশু-কিশোরদের মাঝে এ ঈদ উপহার এবং ইফতার বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মর্তুজা শরিফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী সোহরাব হোসেন পলাশ, বিশিষ্ট ব্যাংকার নাদির হোসেন শাকিল, এনজিও কর্মকর্তা তৌফিক আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির রয়েল, গলাচিপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, নজরুল ইসলাম প্রমুখ।

 

 

নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের সভাপতি মর্তুজা শরিফুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে একসাথে ইফতার এবং শিশু-কিশোরদের মাঝে ঈদের উপহার নিয়ে এসে ঢাকা কলেজের ৯২ ব্যাচের ছাত্ররা একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের পাঠাগার এবং পরিচ্ছন্ন বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য এটি একটি অত্যন্ত আনন্দের দিন।

 

ঢাকা কলেজ ৯২ ব্যাচ সকলের সাথে ঈদের আনন্দ এবং নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। বিভিন্ন বয়সীরা একসাথে ইফতার করাতে বোঝা যায় কারো সাথে কারো ভেদাভেদ নাই। সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া এটা আমাদের ধর্মে যেমন আছে এছাড়া আমাদের বাঙালীর সংস্কৃতিও এটাই।

 

একে অপরের সাথে মিলেমিশে আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। এভাবেই আসলে আমরা একটি সুন্দর জাতিতে সমৃদ্ধ জাতিতে পরিণত হব এবং নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার এই বিষয় গুলো নিয়ে কাজ করছে। এন.হুসেইন/জেসি