রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩  

 

গতকাল ১৫ই আগস্ট মঙ্গলবার ৪টায় তল্লা আজমেরীবাগ এলাকাস্থ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের প্রাঙ্গণে জাতীয় শোক দিবস পালিত হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পাঠাগারে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

 

অনুষ্ঠানে পাঠাগারের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, গান পরিবেশন করেন। শিশুদের সৃজনশীল কাজ বঙ্গবন্ধুকে নিয়ে দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা জাতীয় রাজস্ব বোর্ডের, অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।

 

উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মহানগর আওয়ামী লীগ এডভোকেট মাহমুদা মালা, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ আতিকুজ্জামান সোহেল, গলাচিপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, ইঞ্জিনিয়ার সুশান্ত দে, গ্রন্থাগারিক মেহেরাব হোসেন রাতুল, ব্যবসায়িক রোমান সিকদার।

 

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি বর্গ বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন। শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে গড়ে তুলতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সকলে। এস.এ/জেসি 

এই বিভাগের আরো খবর