শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

নৃসিংহ জিউর মন্দিরে দশ অবতার পূজা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭ মে ২০২৩  


দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে ভগবান শ্রীশ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে  মিনা বাজারের নৃসিংহ জিউর মন্দিরে ৫দিনব্যাপি দশ অবতার  পূজোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

 

 

উৎসবের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নৃসিংহ জিউর মন্দির ট্রাস্টিবোর্ডের সভাপতি বাসুদেব চক্রবর্তী, বোর্ডের সদস্য অশোক কর্মকার, সমীর ভদ্র, প্রতীক ঘোষাল পল, পার্থ রায় ও সুশীল দত্ত।

 

 

বুধবার রাত ৮টায় শুভ অধিবাসের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। গঙ্গা আহবান ও জল ভরা, তত্ত্ব আলোচনা,  মহাযজ্ঞ, শ্রীমদ্ভাগবত্ পাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং প্রসাদ বিতরন করা হয়। আজ রোববার উৎসবের শেষদিন।

 

 

প্রতিদিন হাজার হাজার ভক্ত উৎসবে যোগদান করে আয়োজনকে সফল করায় নৃসিংহ জিউর মন্দির ট্রাস্টিবোর্ডের সভাপতি এবং সদস্যগন কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।  এন.হুসেইন/জেসি