শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নেটফ্লিক্সের রেকর্ড ভেঙে দিয়েছে ‘এক্সট্র্যাকশন’

প্রকাশিত: ৬ মে ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

বিনোদন ডেস্ক: ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় ও স্যাম হারগ্রেভ পরিচালনায় নেটফ্লিক্সে ২৪ এপ্রিল মুক্তি  পেয়েছে হলিউডের 'এক্সট্র্যাকশন' সিনেমা।  ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন থর'খ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থ। এছাড়া আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদাসহ অনেকেই।


ঢাকার গল্পে নির্মিত ‘এক্সট্র্যাকশন’ মুক্তি পর থেকেই বাংলাদেশে বেশ সমালোচিত হয়েছে। কারণ বাংলাদেশের দর্শকদের অভিযোগ, সিনেমায় বাংলাদেশকে হেয় করে উপস্থাপন করা হয়েছে। এমন সমালোচনার মাঝেও অল্প সময়ে নেটফ্লিক্সে সর্বোচ্চ দর্শক পাওয়ার কন্টেন্ট হিসেবে সব রেকর্ড ভেঙে দিয়েছে এক্সট্র্যাকশন। নেটফ্লিক্স জানিয়েছে,  এরই মধ্যে ৯ কোটি ছাড়িয়েছে সিনেমাটির দর্শক।


এর মধ্য দিয়ে এই প্রথম ঢাকা শহরের গল্প নিয়ে কোনো সিনেমা নির্মাণ করা হয়েছে হলিউডে। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতেই হুমড়ি খেয়ে পড়েন সবাই। তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির নেগেটিভ রিভিউ বেশি। 
 

এই বিভাগের আরো খবর