রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের নির্মাণ কাজে চরম বিশৃংখলা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩১ মে ২০২৪  

 

 

# ধুলাবালি এবং অব্যবস্থাপনার কারণে সড়কের দুই পাশে বাড়িঘর দোকানপাটে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে

 

পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের কাজে চরম গাফিলতির পরিচয় দিচ্ছে নির্মানকারী প্রতিষ্ঠান। কাশীপুরবাসী অভিযোগ করেছেন নির্মানকারী প্রতিষ্ঠানের কর্মীরা চরম বিশৃংখলার মধ্য দিয়ে এই ফ্লাইওভারের কাজ চালিয়ে নিচ্ছে। ওরা রাস্তা খনন করার আগে কোনো রকম স্ক্যান বা এক্সরে না করে বা পরীক্ষা না করেই খনন কাজ পরিচালনা করছে। এতে এরই মাঝে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ গ্যাস লাই উপড়ে ফেলার কারনে গত তিন দিন ধরে কাশীপুরের বিশাল এলাকায় রান্নাবান্নার কাজ বন্ধ হয়ে গেছে। 

 

এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কাশীপুরের বাসিন্দা ইকবাল হোসেন জানিয়েছেন বর্তমানে চাইনিজদেরকে এই ফ্লাইওভারের কাজ করতে দেখা যাচ্ছে। কিন্তু চাইনিজরা মোটেও দায়িত্বশীলতার সাথে এই কাজ করছে না। তিনি আরো বলেন আমরা অতীতে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী এই সড়কে কাজ করেছে। কিন্তু তখন তারা রাস্তায় কোনো রকম খনন করার আগে অত্যাধুনিক ম্যাশিনের সাহায্যে স্ক্যান বা এক্সরে করে নিতো। কিন্তু এখন তেমন কিছু না করেই পাইলিং বা খননের কাজ করছে। এতে মাটির নিচে থাকা গ্যাস পাইপ লাইন উপড়ে ফেলা হচ্ছে এবং বিশাল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

 

এদিকে এই উড়াল সড়কের কাজ নিয়ে আরো জানা গেছে চাইনিজরা এতোটাই অপরিকল্পিত ভাবে এই কাজ করছে যে পঞ্চবটি টু মোক্তারপুর সড়কে এখন আর চলাচল করা যাচ্ছে না। রাস্তায় সারা দিনই যানজট লেগে থাকছে। আর এতোটাই ধুলাবালি উড়ছে যে রাস্তার দুই পাশের বাড়িঘরে বসবাস করা দায় হয়ে পরেছে। এছাড়া রাস্তার পাশের দোকান ও মার্কেটগুলিতেতো বসাই যাচ্ছে না। যার ফলে চরম অব্যাবস্থাপনা এবং বিশৃংখল ভাবে কাজ করার কারণে কাশীপুরবাসীর মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ যাতে অবিলম্বে যথাযথ ব্যাবস্থা গ্রহন করেন এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর