রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পপুলার মেডিনোভার সামনে বাইকের দোকান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ মে ২০২৩  



পপুলার ও মেডিনোভা নারায়ণগঞ্জ এর অনেক বড় ও সনামধন্য ডায়াগনিষ্টিক সেন্টার। তবে এতো বড়ো দুটি চিকিৎসা প্রতিষ্ঠানে নেই কোনো পার্কিং এর যায়গা। ফলে ডায়গনিষ্টিক সেন্টার গুলোতে আসা রোগীর স্বজন কিংবা বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দের বাইক ঠায় দারিয়ে থাকে ফুটপাতের উপর।

 

 

ফলে ফুটপাত দিয়ে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। শুধু তাই নয় নগরের চাষাড়া  এলাকায় আরো বিভিন্ন বড় বড় মার্কেটে গারি পার্কিং এর জায়গা না থাকায় মানুষের চলাচলের ফুটপাতের উপরে বাইক পার্ক করে রাখে। শুধু বাইক নয় অনেক বিল্ডিং এর সামনে প্রাইভেট গাড়ি, মাইক্রো বাস, রিক্সা, মিশুক সহ আরো অনেক ধরনের যান বাহন ঠায় দাড়িয়ে থাকে। এসব বাইকের কারণে ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ মতো হাটা চলা মুশকিল হয়ে পড়ছে বলে অভিযোগ সাধারন  মানুষের।

 


গতকাল সরেজমিনে চাষাড়া বঙ্গবন্ধু সড়কে গিয়ে দেখা যায়, বড় বড় মাকের্টে গুলোর সামনে বাইক সহ নানা যানবাহন দাড়িয়ে আছে। কেই তেমন কিছু বলছে না। সবথেকে বেশি বেহাল অবস্থা ডায়াগনিষ্ট সেন্টার গুলোর। এসব ডায়গনিষ্টিক সেন্টার গুলোর সামনে বিভিন্ন ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিদের বাইক ঠায় দাড়িয়ে রয়েছে। এসব বাইকের কারণে রোগিদের যাতায়াতে সমস্যা হচ্ছে। বাইকের মালিক নেই তবে ফুটপাতের উপর প্রায় অর্ধশতাধিক বাইক পার্ক করা।

 


কিছুক্ষন দাড়িয়ে থাকার পর সজিব নামের একজন বাইকের মালিককে পাওয়া গেলে তিনি বলেন, কোথায় রাখবো? আমাকে জায়গা বলে দিন। আমরা এখানে কাজ করতে আসি অকারণে এখানে দাড়িয়ে থাকি না। আর বিল্ডিং এ যদি বাইক পার্ক করার জায়গা না থাকে তাহলে আমরা কোথায় রাখবো বলেন।

 


আর একজন শাশীম নামের একজন বাইকের মালিক বলেন, মাঝে মাঝে এখানে বাইক রাখার কারণে অনেক সমস্যা হয়। অনেকেই এখানে রাখে তাই রাখি।

 


ট্রাফিক বিভাগের কর্মকর্তা টি আই এম এ করিম এ বিষয় যুগের চিন্তাকে বলেন, যেসব বিল্ডিং এর সামনে বাইক গুলো রাখা হয় সেই বিল্ডিং গুলোতে পার্কিং এর কোনো জায়গা নেই এখন যদি পার্কিং জায়গা না থাকে তাহলে আমাদের কী করার বলেন। আমরা এখানে বাইক গুলো রাখতে না করি, তাও কেউ শোনে না। এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর