Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

পাইকপাড়া বড় জামে মসজিদে মুসল্লিদের ঢল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৫ পিএম

পাইকপাড়া বড় জামে মসজিদে মুসল্লিদের ঢল


পাইকপাড়া বড় জামে মসজিদে মুসল্লিদের ঢল। পাইকপাড়া বড় জামে মসজিদ এর পুনঃনির্মাণ কাজ শেষে গতকাল শুক্রবার জুম্মা নামাজ আদায়ের মাধ্যমে মসজিদ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

 

নামাজ শেষে মসজিদ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন  মসজিদদ কমিটির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মালেক ভূইয়া ও নাসিক প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু।

 

 

আরো উপস্থিত ছিলেন অর্থ বিষক সম্পাদক আলহাজ্ব মো. কামাল দেওয়ান, ফরিদ আহাম্মেদ মিঠু, আক্তার মুন্সি ও তোফাজ্জল হোসেন মুন্সিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় চার কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন এ মসজিত নির্মাণ করতে সময় লাগে প্রায় দুই বছর।

 

 

সভাপতি নিজাম উদ্দিন মৃধা বলেন, মসজিদটি নির্মাণ কাজের সময় পাইকপাড়া ছোট ও বড় কবরস্থান জিয়ারত করতে আসা মুসল্লিদের দৃষ্টিকাড়ে এই দৃষ্টিনন্দন মসজিদ তাই মসজিদ উদ্বোধন শুনে দেওভোগ বাবুরাইল ও নলুয়াপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে সকাল ১০টা থেকে মুসল্লিরা মসজিদে প্রবেশ শুরু করে এবং মুসল্লিদের ঢল নামে। এন হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন