বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

পারভীনের নির্দেশনায় আড়াইহাজারে হরতালের সমর্থনে মিছিল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

 

এক দফা দাবি আদায়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নির্দেশনায় মিছিল করেছে আড়াইহাজার বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সোমবার (২০ নভেম্বর) সকালে আড়াইহাজার উপজেলার তুরকুনি এলাকায় ঢাকা-মদনগঞ্জ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নির্দেশনায় তার অনুসারী নেতাকর্মীরা এ মিছিলটি বের করেন।

 

এ সময় আড়াইহাজার উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হরতালের সমর্থনে নানা রকম স্লোগান দেন। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর