মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লুৎফুন্নেছা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ জুন ২০২৩  


অবশেষে ভারপ্রাপ্ত থেকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে ঐতিহ্যবাহী হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করলেন পঞ্চবটি হরিহর পাড়া এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, উক্ত এলাকার স্বনামধন্য বিশিষ্ট সমাজসেবক ও ফতুল্লা থানা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল লতিফ সাহেবের ভাগ্নী মোসাম্মৎ লুৎফুন্নেছা।

 

 

জানা যায় ফতুল্লা থানার পঞ্চবটি হরিহর পাড়া এলাকার সম্ভাব্য পরিবারের সন্তান মোসাম্মৎ লুৎফুন্নেছা। তিনি উল্লেখিত মরহুম আব্দুল লতিব সাহেবের ছোট বোনের মেয়ে। প্রধান শিক্ষক মোসাম্মৎ লুৎফুন্নেছা ১৯৯৬ সনে ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়ন নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকদের সাথে নিয়োগ পরিক্ষা দিয়ে উক্ত পরিক্ষায় পাশ করে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

 

 

উক্ত বিদ্যালয়ে দীর্ঘ দশ বছর নিজের সততা অক্ষুন্ন রেখে উক্ত বিদ্যালয়ে বেশ সুনামের সাথে শিক্ষকতা করেন তিনি। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক লুৎফুন্নেছা তার নিজ জন্মভূমি এবং তার শিক্ষাজীবনের সৃতি বিজরিত ঐতিহ্যবাহী হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালন শুরু করেন।

 

 

দীর্ঘদিন উক্ত বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে উক্ত বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং উক্ত বিদ্যালয়ের সম্মানিত অভিবাবকদের কাছে তিনি একজন সাদা মনের ও সকলের প্রিয় মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। ইতিমধ্যে গত ১/৬/২০২৩ ইং তারিখে মোসাম্মৎ লুৎফুন্নেছা দীর্ঘদিনের পরিশ্রমের সার্থকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

 

 

এবং তিনি উক্ত বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর তার স্থান থেকে উক্ত বিদ্যালয়ে ছাএ-ছাএীদের লেখাপড়ার মান ভালো থেকে আরো ভালো করার প্রত্যাশার কথা প্রকাশ করেন। এক্ষেত্রে উক্ত বিদ্যালয়ে জরিত সম্মানিত সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নবনিযুক্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ লুৎফুন্নেছা।  এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর