শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪  

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বুয়েটের আরও দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্বাচল এলাকার নীলা মার্কেটের (কুড়িল-কাঞ্চন সড়ক) সামনে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক মুনতাসির মাসুদকে (২২) মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়।


নিহত মুনতাসির মাসুদ বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মুনতাসির তার পরিবারের সঙ্গে কলাবাগানে থাকতেন। আহত অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১) একই ব্যাচের শিক্ষার্থী। আহত এই দুইজন শিক্ষার্থী থাকতেন আহসানুল্লাহ হলে।

নিহত মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদ, মেহেদী ও অমিত বাইকে করে ৩০০ ফুট সড়ক এলাকায় যাচ্ছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থামিয়েছিল। এ সময় একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে তার ব্যক্তিগত গাড়ি ওই বাইকের ওপর তুলে দেন। এতে দুর্ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। পথচারীরা কুর্মিটোলা হাসপাতালে তিনজনকে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার রিয়াদুল ইসলাম বলেন, ৩০০ ফুট সড়কে একটি মোটরসাইকেলকে একটি ব্যক্তিগত গাড়ি ধাক্কা দেয়। এতে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্যক্তিগত গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর