বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

প্রাথমিকের সম্পূর্ণ বই পৌঁছেনি দুই উপজেলায়

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

 

# কিছুদিনের মধ্যে নতুন বই চলে আসবে : জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

 

 

এবার বছরের শুরুতেই প্রতিটি প্রাথমিক স্কুলে অর্ধেক বই ছাড়া পালিত হয়েছিল বই উৎসব। নিয়ম অনুসারে জানুয়ারি মাসের মধ্যে প্রতিটি প্রাথমিক স্কুলে বিনামূল্যে পর্যাপ্ত পরিমানের বই পৌছানোর কথা থাকলেও জানুয়ারি পার হয়ে  চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি সময়েও বই মিলেনি দুইটি উপজেলায়। নতুন বইয়ের সাথে গত বছরের বই দিয়েই শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে মাত্র তিনটি উপজেলায় চাহিদা অনুযায়ী বই মিলেছে। তবে বাকি দুই উপজেলা (আড়াইহাজার এবং রূপগঞ্জ) এখনো স্কুলগুলোতে সম্পূর্ণ বই মিলেনি। জাতীয়ভাবে পুরোপুরি বই এখনো ছাপা হয়নি। কাগজের সংকট এবং ডলারের দাম বেশি থাকার কারণে এই সংকটটা তৈরি হয়েছে।

 

এখনো শিক্ষার্থীদের নতুন বই না পাওয়ার কারণ জানতে চাইলে নারায়ণগঞ্জে প্রাথমিক জেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি শিখা যুগের চিন্তাকে বলেন, শুধু মাত্র দুই জেলাতেই চাহিদা অনুযায়ী বই দেওয়া সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। এছাড়া বাকি তিন জেলাতে ১০০% বই বিতরণ করা শেষ। আশা করছি কিছুদিনের মধ্যে নতুন বই চলে আসবে। বই পাওয়া মাত্রই আমরা সেগুলোকে ঐ দুই উপজেলাতে পৌঁছে দিবো।

 

এ ব্যাপারের আড়াইহাজারের বাজবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বললে তিনি যুগের চিন্তাকে বলেন, শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পযন্ত সম্পূর্ণ বই পেয়েছি তবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বই এখনো চাহিদা অনুযায়ী বই সম্পূর্ণ পাই নি। কিন্তু আমরা বইয়ের জন্য অপেক্ষা না করে গত বছরের বই দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছি।

 

চাহিদা মতো বই কবে পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জানুয়ারী মাসে নতুন বই দেওয়ার সময় বলেছিলো বাকি বই গুলো এক-দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাবো। কিন্তু এখনো তা দেইনি এবং কবে দিবে এ ব্যাপারে আমি সঠিক বলতে পারছি না।

এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর