বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

ফটো সাংবাদিক কচি কলকাতায় চিকিৎসাধীন, দোয়া প্রার্থনা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ ৭১ডটকমের সম্পাদক এবং দৈনিক স্বাধীন বাংলদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ হাসান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, মাহমুদ হাসান কচির হার্টে ৪টি ব্লক ধরা পড়েছে। কলকাতার চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ আর এস জসি’র সাথে যোগাযোগ করলে তাকে দ্রুত কলকাতা মুখন্দপুর রবিন্দ্র নার্থ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাই সে কারো সাথে যোগাযোগ করতে পারেনি বলে পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন।


সেই সাথে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন যাতে করে তিনি সুস্থ্য হয়ে দ্রুত সকলের মাঝে ফিরে আসতে পারেন।

এই বিভাগের আরো খবর