বই উৎসব থেকে বঞ্চিত অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা
নুরুন নাহার নিরু
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম
প্রতি বছরের মতো এ বছরের প্রথম দিনে বই উৎসবের আনন্দ উপভোগ করতে পারবে না অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। পাশাপাশি নবম শ্রেণি কিছু সংখ্যক পাঠ্যপুস্তক এখনও হাতে পাইনি জেলা মাধ্যমিক স্কুলগুলো। তবে ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ এবং সপ্তম শ্রেনি শতভাগ বই জেলার প্রতিটি উপজেলাতে পৌঁছে গেছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে জানুয়ারির মাঝামাঝি সময়ে এই দুই শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।
এ বছর থেকে শিক্ষার নতুন যুগে প্রবেশ করবে পুরো বাংলাদেশ। পরীক্ষার ফলকেন্দ্রিক শিক্ষাক্রম থেকে বেরিয়ে যোগ্যতাভিত্তিক শিখনকে গুরুত্ব দিয়ে পরিবর্তন করা হয়েছে পাঠ্যপুস্তক। নতুন এই কারিকুলাম শুরু হয়েছে প্রাথমিকের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি এবং মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির।
সংশ্লিষ্টরা বলছেন, এবারের অষ্টম ও নবম শ্রেণির বই এ বছরে নতুন শিক্ষাক্রমের আলোকে লেখা হয়েছে বলে এই দুই শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে একটু দেরিতে পৌঁছাবে।
এ বিষয়ে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মো ইউনুছ ফারুকী যুগের চিন্তাকে বলেন, অষ্টম শ্রেনির বই এখনো আমাদের হাতে আসেনি। আর নবম শ্রেণির অধিকাংশ বই পেয়েছি মাত্র কয়েকটি বই পাওয়া হয়নি। এছাড়া ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির বই পেয়েছি এবং তা জেলার প্রতিটি উপজেলায় বিতরণও হয়ে গেছে।
এ বিষয়ে আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল আজিজ যুগের চিন্তাকে বলেন, অষ্টম শ্রেণির কোনো বই আমরা পাইনি। আর নবম শ্রেণির অধিকাংশ বই পেয়েছি বাকি গুলো এখনো আসেনি। অষ্টম শ্রেণির বই ছাড়া বই উৎসব কীভাবে করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু করার নাই। যেই শ্রেণির বই পেয়েছি সেই শ্রেণির বই দিয়ে উৎসব পালন করবো। এস.এ/জেসি