রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১

বক্তাবলীতে ২ বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪  


নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজারে ভ্রাম্যমাণ আদালত দুইটি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় বক্তাবলী বাজারে ঢাকা বেকারী ও জমজম বেকারীতে অভিযান চালান নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) লায়লাতুন হোসেন বিএসটিআইয়ের অনুমোদন না থাকা ও অপরিস্কার থাকায় ২ টি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বক্তাবলী বাজারের অসাধু ব্যবসায়ীরা দোকানের শার্টার ফেলে পালিয়ে যায় ও ভ্রাম্যমাণ আদালত গাড়ি নদী পাড় হলে পূর্নরায় দোকান খুলে বসেন।

 


এবিষয়ে নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) লায়লাতুন হোসেন জানান, আমরা এখানে এসেছি সে খবরে তারা সকলে পালিয়ে গেছে। যাদের আমরা পেয়েছি তাদের সাথে কথা হয়েছে এবং তারা খুব অপরিস্কার ভাবে বেকারীতে খাবার তৈরি করছে তার জন্য তাদের জরিমানা করেছি। এবং সেখানে ছোট বাচ্চাদের কাজ করতে দেখেছি তাদের সাথে কথা হয়েছে তাদের পড়া শোনা না করিয়ে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। আমরা সেই ছোট বাচ্চাদের পড়া শোনা করানোর জন্য বলে আসছি।     এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর