শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

বঙ্গবন্ধু সড়কে চালু হলো হান্ডি মাটন রেস্টুরেন্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০ জুন ২০২৩  


নগরীতে মানসম্মত টাটকা ও সুস্বাদু খাবারের অঙ্গীকার নিয়ে চালু হলো ‘হান্ডি মাটন রেস্টুরেন্ট’। গতকাল সোমবার (১৯জুন) সকাল ১০টায় বঙ্গবন্ধু সড়কে ২০৭/৪ ডি.এইচ.এল এর পাশে এ খাবার রেস্টুরেন্টি উদ্ধোধন করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন হান্ডি মাটন রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারী শাহারিয়া মো.মারুফ, হান্ডি মাটর রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারী’র পিতা মো.আব্দুল ওহাব, বাংলাদেশ হোটেল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো.আমির, নারায়ণগঞ্জ জেলা হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ম্যানেজার মো.সোহান সহ রেস্টুরেন্ট এর কর্মকর্তা বৃন্দ।

 

 

এসময় হান্ডি মাটন রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারী শাহারিয়া মো.মারুফ বলেন, মানসম্মত টাটকা ও সুস্বাদু পরিচ্চন্ন খাবার পরিবেশনের জন্য আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। আমাদের নারায়ণগঞ্জে অনেক রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু আমি চেয়েছি নারায়ণগঞ্জ বাসীর জন্য একটি ব্যতিক্রম রেস্টুরেন্ট করব। আমাদের এখানে হান্ডি মাটর বিরিয়ানি রয়েছে এবং ইন্ডিয়ান কিছু ফুড রয়েছে।

 

 

আমি এখানে খাদ্যের নিরাপত্তার নজর রেখে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে কাষ্টমারের চাহিদা অনুযায়ী খাবারের গুনগত মান ও মূল্য নির্ধারণ করেছি। আমাদের হান্ডি মাটন রেস্টুরেন্টে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা ও রাতের খাবার পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন রকমের ফুড খাবারও পাওয়া যাবে।

এই বিভাগের আরো খবর