শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

বঙ্গসাথী ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩  


 
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ বৃহত্তর দেওভোগের প্রায় আড়াইহাজার অসহায় পরিবারের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বঙ্গসাথী ক্লাব। বৃহস্পতিবার (২০এপ্রিল) পবিত্র মাহে রমজানের ২৮তম দিনে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএম বাংলা নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম।

 

 

এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার সম্পাদক খালিদ হাসান, জেলা যুবলীগের সহ-সভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ।

 

 

এবং পঞ্চায়েত কমিটির আহম্মেদ ব্যাপারী ও বায়তুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান তপন প্রমুখ। আব্দুস সালাম বলেছেন, পৌরপিতা আলী আহম্মেদ চুনকা সুযোগ্য সন্তান উজ্জলের সহযোগিতায় প্রতি বছর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উজ্জলের সাহসীয়তায় আগামীতেও মানুষের কল্যাণে এগিয়ে আসবে সে দোয়া করি।

 

 

আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন, প্রতি বছর আমরা অসহায়দের মানুষের পাশে বঙ্গসাথী ক্লাব রয়েছে। নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পরামর্শে বঙ্গসাথী ক্লাব সংগঠনটি পরিচালনা করা হচ্ছে। মানুষের পাশে সব সময় বঙ্গসাথী আছে, থাকবে।  এন.হুসেইন/জেসি