বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

বন্দর থেকে দুই মাদককারবারি আটক

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

 

বন্দর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১০। তারা হলেন- মোছা. রেশমা বেগম (৩৭), মো. শাকিল (২৬)। শুক্রবার দুপুরে বন্দর থানাধীন গোকলদাসারবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যমানের ৪৭ কেজি গাঁজা ও ১৮৩ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুইজন পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর