Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ট্রাক চাপায় চা দোকানী নিহত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম

বন্দরে ট্রাক চাপায় চা দোকানী নিহত

 

বন্দরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাকের চাপায় মোহাম্মদ ইসমাঈল (৭৫) নামে চা দোকানী মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টা সময় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ওভার ব্রীজের নিচে এ র্দূঘটনাটি ঘটে। নিহত চা দোকানী বৃদ্ধা মোহাম্মদ ইসমাঈল বন্দর থানার ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে।

 

দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা চা দোকানী নিহতের ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে, বৃদ্ধ ইসমাঈল দীর্ঘ দিন ধরে মদনপুর শপিং কমপ্লেক্সের সামনে চায়ের দোকান বসিয়ে ব্যবসা করে আসছে।

 

গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টায় চা দোকানী মদনপুর ওভার ব্রীজের নিজ দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা ট্রাকের চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন