বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১

বন্দরে দারোগাকে কামড়ালো কুকুর

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কুকুরের কামড়ে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলী ইসলাম মারাত্মকভাবে জখম হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচ কামতাল এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জখম অবস্থায় আহত এসআই আলী ইসলামকে উদ্ধার করে সংশ্লিস্ট হাসপাতালে প্রেরণ করেছে।

 

আহত এস আই আলী ইসলাম সংশ্লিষ্ট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি শঙ্কা মুক্ত বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলী ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে পিচকামতাল এলাকায় একটি অভিযোগ তদন্তের জন্য আসেন। ওই সময় হঠাৎ একটি কুকুর উল্লেখিত উপ-পরিদর্শককে পায়ে কামড় মারলে ওই সময় তিনি মারাত্মক ভাবে জখম হন।

 

এলাকাবাসী গনমাধ্যমকে জানিয়েছে, বন্দরে বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। কুকুরের আক্রমন থেকে রেহাই পাচ্ছে না কেউ। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর