মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১

বন্দরে যুবকের আত্মহত্যা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪  

 

বন্দরে অজ্ঞাত কারণে গোলাম রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি যুবক গোলাম রাব্বি বন্দর থানার চিতাশাল এলাকার মৃত মোশারফ মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার উপ-পরির্দশক আব্দুল সামাদসহ সঙ্গীয় ফোর্স বুধবার (১৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার ২৩নং ওর্য়াডের চিতাশালস্থ তার নিজ কক্ষ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত ১২টা থেকে বুধবার (১৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আত্মহত্যাকারী যুবকের বড় বোন সাফি বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চালাচ্ছে।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আত্মহত্যাকারী যুবকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আত্মহত্যার কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর