মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১

বন্দরে যুবকের লাশ উদ্ধার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

 

বন্দরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে নবীগঞ্জ কবিলার মোড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মোস্তাক আহমেদ (৩৫)। শৌচাগারের ভেন্টিলেটরের সাথে মাফলার পেঁচিয়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মোস্তাক আহমেদ সিলেট সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মুরাদপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। কাজের তাগিদে নবীগঞ্জ কবিলের মোড় এলাকার মনির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। স্ত্রী ও ২ সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন।

 

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে যুবকের লাশ উদ্ধার হয়। এরপর তা ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সঠিক ভাবে বলা যাবে।
 

এই বিভাগের আরো খবর