বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১

বন্দরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

 

বন্দরে অটোগাড়ী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুখ্যাত সন্ত্রাসী কাটা সিফাতসহ ৪ জন গুরুত্বর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় বন্দর থানার আমিরাবাদ বটতলা নামক এলাকায়। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে এই দুর্ঘটনায় পড়ে সন্ত্রাসী সিফাত ও তার সহযোগিরা।

 

আহতরা হলো- বন্দর থানার ২১নং ওয়ার্ডের শাহী মসজিদ এলাকার মাদক সম্রাট রিং শাহিনের ছেলে বন্দর থানার ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী সন্ত্রাসী কাটা সিফাত (২৭), নবীগঞ্জ মাঠপাড়া এলাকার হোয়াইট জুম্মান (২৬), বন্দর শাহী মসজিদ এলাকার আরিফ (২৫) ও শাশনেরবাগ এলাকার অটোচালক কাইয়ুম (৬০)।  

 

স্থানীয়রা আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। অপর আহত কাটা সিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টার সময় উল্লেখিত ৩ যুবক মাদক সেবন করে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় আমিরাবাদ এলাকায় হঠাৎ একটি অটোগাড়িকে আচমকা ভাবে ধাক্কা দিলে এ ঘটনায় উল্লেখিত ৪ জন মারাত্মক ভাবে জখম হয়। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর