বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, বাংলাদেশের নয়

মেহেদী হাসান

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪  


অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত একটি বৃহৎ দেশ, আমরা তার পাশে একটা ছোট প্রতিবেশী। প্রতিবেশী দেশ ভারত যদি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না। ভারতীয় কিছু মিডিয়া ও রাজনৈতিকবিদ এই অস্থিরতা সৃষ্টির পেছনে ইঙ্গিত দিচ্ছে।

 

 

ভারত-বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, বাংলাদেশ নয়। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবেন না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটি নিয়ে দেশটির সরকার সমতার ভিত্তিতে এগিয়ে যাবে।

 

 

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ শহরের ৩ নম্বর মাছঘাট এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র চলমান উন্নয়ন প্রকল্প কার্যক্রম পরিদর্শনেকালে তিনি এসব কথা বলেন।

 


তিনি আরো বলেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে আমরা তো সবসময় চুপ থাকবো না। আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এইটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ না। এখন ওনারা একজনকে পছন্দ করেন সেজন্য এখানে (বাংলাদেশ) অস্থিতিশীল করতে হবে? বাংলাদেশ অস্থিতিশীল না, কথার কথা যদি (অস্থিতিশীল) হয়ও, তাহলে ওনারা কি আরামে থাকতে পারবে?

 

 

আঠারো কোটি লোকের দেশ এটা। সুতরাং আমি মনে করি না, ভারতের সরকার এ ধরনের কোনো ব্যাপারে আছে। এইগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে, তারা মনে করে এইগুলো করে তারা ভোট পাবে। এইটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি, ভারতের সাথে যে সম্পর্ক আছে সেইটা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, আমাদের না।

 

 

এসময় পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী ড্রেজিং রকিবুল ইসলাম তালুকদার, বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন) একেএম আরিফ উদ্দিন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো.মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর উপ-পরিচালক (বওপ) মোবারক হোসেন মজুমদার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মনোয়ার হোসেন শোখন, ৩নম্বর মাছ ঘাট মৎস ব্যবসায়ীর সমিতির নেতৃবৃন্দ সহ প্রমুখ।      এন. হুসেইন রনী  /জেসি  

এই বিভাগের আরো খবর