বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

বসন্তে লেকপারে ‘বোগানভিলার’ বাহার 

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

সুশীল পাঠক : অপরাহ্নে রাসেল লেকের উত্তর পাশের দর্শক গ্যালারীতে এখন চাঁদের হাট বসে। শিশু, কিশোর কিশোরী ও তরুন তরুনী যারা এখানে এসে সমবেত হয়, তাদের গড় বয়স বড় জোর ষোল সতের। 

 

তবে, শুক্রবার এখানে এলে বসার জায়গা পাবেন না। কারণ, বিচিত্র বর্ণের বোগানভিলা সমৃদ্ধ এ স্থানটি এখন শহরের সবচেয়ে নান্দনিক স্থান। এর পাশেই রয়েছে নির্মানাধীন রাসেল পার্ক।


ফুলে ফুলে ভরে গেছে স্থানটি। এখানে এখন বাসন্তী, গোলাপী, রাণী গোলাপী ও সাদা রঙের থোকা থোকা বোগানভিলা ঝুলে থাকে মাথার উপরে। মাত্র তিনটি দল নিয়ে সৃষ্ট এ ফুল এখন বসন্তের এলোমেলো দুষ্ট বাতাসে উড়ে এসে গায়ে ঝরে পড়ে। 

 

এর বোগানভিলা নাম থেকেই বুঝা যায়, এ ফুল বিদেশী। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ ফুলটিকে দেশীকরণ করতে চেয়েছিলেন এবং এর নাম রেখেছিলেন ‘বাগানবিলাস’। তবে, ফুলটির দেশীকরণ হলেও কবির দেয়া নামটি টিকেনি।


দর্শক গ্যালারীর মাথার উপর সারা বছরই বোগানভিলা ফোটে। তবে, বসন্তেই এ ফুলের খোলতাই বেশী। 
 

এই বিভাগের আরো খবর