শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বাংলাদেশকে ২০ লাখ ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ দিবে ভারত

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  


আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কোন টিকা বা ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ নামে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় বিশেষ কার্যকর হচ্ছে। আর হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ বর্তমানে ভারত।
এই ওষুধের জন্য ইতোমধ্যেই ৩০টির বেশি দেশ ভারতের সঙ্গে আলোচনা করেছে। বাংলাদেশসহ ১৩টি দেশের তালিকা তৈরি করেছে ভারত। প্রথম ধাপে ১৩টি দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
প্রথম ধাপের দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, বাহরাইন, ব্রাজিল, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশসহ ১৩টি দেশে এই ওষুধ পাঠানো হবে। এদিকে, গুজরাটের তিনটি কারখানা থেকে হাইড্রক্সিক্লোরোকুইনের অন্তত ২ কোটি ৯০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রে প্রথম ধাপে রফতানির প্রক্রিয়া শুরু হয়েছে।
করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে কার্যকর জেনে ভারত ২৫ মার্চ ওই ওষুধের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক প্রকারের হুশিয়ারীতে নিষেধাজ্ঞা উঠাতে বাধ্য হয় ভারত। নিষেধাজ্ঞা তোলার পর বুধবার রাতে টুইটারে ভারতকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘কঠিন সময়ে বন্ধুদের সহযোগিতা বেশি করে দরকার হয়। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ভারত এবং ভারতবাসীকে ধন্যবাদ। কখনও ভুলব না। ধন্যবাদ নরেন্দ্র মোদি। আপনার নেতৃত্ব শুধুই ভারতের নয়, গোটা মানবজাতির।’
করোনার এই দুঃসময়ে বাংলাদেশকে ২০ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হবে বলে জানিয়েছে ভারত। বাকী দেশগুলোর মধ্যে- ব্রাজিল, কানাডা এবং জার্মানিকে ৫০ লাখ হাইড্রোক্সিক্লােরোকুইন ট্যাবলেট দেওয়া হবে। অপরদিকে নেপাল পাবে ১০ লাখ, ভুটান ২ লাখ, শ্রীলঙ্কা ১০ লাখ, আফগানিস্তান ৫ লাখ এবং মালদ্বীপ ২ লাখ।

এই বিভাগের আরো খবর