Logo
Logo
×

বিনোদন

বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব ও চলচ্চিত্র পুরস্কার

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ০১:১৩ পিএম

বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব ও চলচ্চিত্র পুরস্কার

বিনোদন রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : সেমিনার, প্রীতি বিতর্ক, পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, স্মারক মগ ও স্যুভেনিরের উন্মোচন এবং ২০১৪-২০১৮ এই পাঁচ বছরের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে, সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ চলচ্চিদত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। 


শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টায় আগারগাঁওয়ে নবনির্মিত আর্কাইভ ভবন মিলনায়তনে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনের পর সন্ধ্যায় বসে পুরস্কার বিতরণের ৩৯তম আসর।


কিউট নিবেদিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক নানা আয়োজনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের হাতে বাচসাস পুরস্কার তুলে দেওয়া হয়।


সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।


চলচ্চিত্র, টিভি ও সঙ্গীত তারকাদের মিলনমেলায় প্রাণের সঞ্চার ঘটে বাচসাস-এর এই জমকালো আয়োজনে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর প্রমুখ। কোরিওগ্রাফি করেন তানজিল। 


সুবর্ণজয়ন্তীর এ আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় চিত্রনায়ক আলমগীরকে। এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সৈয়দ হাসান ইমাম (অভিনয় ও নির্মাণ), কোহিনুর আখতার সুচন্দা (অভিনয়), সাবিনা ইয়াসমিন (সংগীত), মীর্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক) এই পাঁচজনকে প্রদান করা হয় ইমেরিটাস অ্যাওয়ার্ড। 

 

অনুষ্ঠানে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে নানা শাখায় বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

 

বাচসাস পুরস্কার ২০১৪ বিজয়ী-শ্রেষ্ঠ চলচ্চিত্র : দেশা: দ্য লিডার, শ্রেষ্ঠ পরিচালক: সৈকত নাসির (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: আহম্মেদ হুমায়ূন (স্বপ্ন ছোঁয়া), শ্রেষ্ঠ গায়ক: বেলাল খান (অল্প অল্প প্রেমের গল্প), শ্রেষ্ঠ গায়িকা: লেমিস (অগ্নি), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: চন্দন রায় চৌধুরী (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): তারিক আনাম খান (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ অভিনেতা: ফেরদৌস (এক কাপ চা), শ্রেষ্ঠ অভিনেত্রী: মাহিয়া মাহি (দেশা: দ্য লিডার)। 

 

বাচসাস পুরস্কার ২০১৫ বিজয়ী-শ্রেষ্ঠ চলচ্চিত্র : পদ্ম পাতার জল, শ্রেষ্ঠ পরিচালক: মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: শওকত আলী ইমন (ব্ল্যাক মানি), শ্রেষ্ঠ গায়ক: আসিফ আকবর (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ গায়িকা: এলিটা করিম (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): সাদেক বাচ্চু (লাভ ম্যারেজ), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে ): জ্যোতিকা জ্যোতি (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ অভিনেতা: আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন), শ্রেষ্ঠ অভিনেত্রী: বিদ্যা সিনহা সাহা মিম (পদ্ম পাতার জল)।

 

বাচসাস পুরস্কার ২০১৬ বিজয়ী-শ্রেষ্ঠ চলচ্চিত্র : অজ্ঞাতনামা, শ্রেষ্ঠ পরিচালক: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক : পিন্টু ঘোষ (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ গায়ক: ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ গায়িকা: সিঁথি সাহা (ভোলাত যায় না তারে), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: রাশেদ জামান চৌধুরী ( আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): মৌসুমী হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২), শ্রেষ্ঠ অভিনেতা: চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেত্রী: নাবিলা (আয়নাবাজি), জুরি বোর্ডের বিশেষ পুরস্কার : কুমার বিশ্বজিৎ, সংগীত শিল্পী ও সংগীত পরিচালক (সারাংশে তুমি)

 

বাচসাস পুরস্কার ২০১৭ বিজয়ী-শ্রেষ্ঠ চলচ্চিত্র : রাজনীতি, শ্রেষ্ঠ চলচ্চিত্র: ঢাকা অ্যাটাক, শ্রেষ্ঠ পরিচালক: হাসিবুর রেজা কল্লোল (সত্তা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (সত্তা), শ্রেষ্ঠ গায়ক: জেমস (সত্তা), শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ (সত্তা), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (রাজনীতি), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): আনিসুর রহমান মিলন (রাজনীতি), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): রুনা খান (হালদা), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): নাসরিন (সত্তা), শ্রেষ্ঠ অভিনেতা: শাকিব খান (সত্তা), শ্রেষ্ঠ অভিনেত্রী: তিশা (হালদা), শ্রেষ্ঠ অভিনেত্রী: অপু বিশ্বাস (রাজনীতি)।

 

বাচসাস পুরস্কার ২০১৮ বিজয়ী-শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেবী, শ্রেষ্ঠ পরিচালক: অনম বিশ্বাস (দেবী), শ্রেষ্ঠ গায়ক: ইমরান (নায়ক), শ্রেষ্ঠ গায়িকা: আখি আলমগীর (একটি সিনেমার গল্প), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: সাইফুল শাহীন (পোড়ামন-২), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): মিশা সওদাগর (জান্নাত), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): শবনম ফারিয়া (দেবী), শ্রেষ্ঠ অভিনেতা: সিয়াম (দহন), শ্রেষ্ঠ অভিনেত্রী: জয়া আহসান (দেবী)।
জুরি বোর্ডের বিশেষ পুরস্কার : পুজা চেরী (নবাগত নায়িকা)। জুরিমন্ডলীর সভাপতি সাংবাদিক ও নির্মাতা নরেশ ভূঁইয়া।


বাচসাস সুবর্ণজয়ন্তী ও চলচ্চিত্র পুরস্কার ২০১৪-২০১৮ এর ইভেন্ট কো-স্পন্সর ছিল রূপালী ব্যাংক। মিডিয়া পার্টনার চ্যানেল আই। ইভেন্ট সহযোগিতায় ছিল বিডি ফুড লিমিটেড, শতরূপা জুয়েলার্স, দরবার, কার্নিভাল এয়ার টিকেটিং, ক্রিমসন কাপ প্রভৃতি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন