রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাজারে আকাশচুম্বী দাম, ক্রেতাদের বোবা চিৎকার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ মে ২০২৩  


আকাশচুম্বী দামে হতাশ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেনীর মানুষ। বাজারে গিয়ে রাতারাতি দাম বেড়ে যাওয়ায় হতাশ হয়ে আকাশ দেখে স্তব্ধ হয়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে ক্রেতাদের। ভরা পকেট খালি হলেও ভরে না বাজারের ব্যাগ। দামাদামিতে অনেক সময় অপচয় করেও “একদাম” এর নাম শুনে গম্ভীর হয়ে চুপচাপ পাশের দোকানের বাসি সবজি কমদামে নিয়ে চলে আসতে হচ্ছে ক্রেতাদের।

 

 

সরেজমিনে গিয়ে এমনই কিছু হৃদয়বিদারক চিত্র দেখা যায় দীগুবাবুর বাজারে। সবজির দাম যেন কমতেই চাচ্ছে না। তেলের দাম অনবরত বাড়ছেই। মুরগীর দাম অতিরিক্ত গরমে এবং দামে চাহিদা কমে যাওয়ায় আগের তুলনায় কিছুটা কমেছে। গরুর গোস্তের দাম কমেনি। ব্যবসায়ীরা বলেন, কি করবো পাইকাররা না কমালে আমরা কমাবো কিভাবে! আমাদেরও তো লাভ করতে হবে। তারা সেকেন্ডে সেকেন্ডে দাম বাড়ায়।  

 

 

টমেটো প্রতি কেজি ৩০ টাকা হতে বেড়ে হয়েছে ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা হতে বেড়ে হয়েছে ৬০ টাকা, চালকুমড়া প্রতি কেজি ৪০ টাকা হতে বেড়ে হয়েছে ৫০ টাকা, চিকন বেগুন প্রতি কেজি ৫০ টাকা হতে বেড়ে হয়েছে ৬০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ৪০ টাকা হতে বেড়ে হয়েছে ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা হতে বেড়ে হয়েছে ৫০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৩০ টাকা হতে বেড়ে হয়েছে ৪০ টাকা, করলা ৫০ টাকা হতে বেড়ে হয়েছে ৬০ টাকা, লেবুর প্রতি হালি ১০ টাকা হতে বেড়ে হয়েছে ১৫-২০ টাকা, মুলা প্রতি কেজি ৩০ টাকা হতে বেড়ে হয়েছে ৪০ টাকা। 

 

 

আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা মরিচের কেজি ১৪০ টাকা, শুকনা মরিচের কেজি ৪৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা হতে কমে হয়েছে ২৫ টাকা। খোলা সয়াবিন তেল ১ লিটার ১৫৫ টাকা হতে বেড়ে হয়েছে ১৬০ টাকা এবং ২ লিটার ৩১০ টাকা,মসুর ডাল ফাটা ৯০ টাকা এবং আস্ত ১০০ টাকা, মিষ্টি আলু ৫০ টাকা।   

 

 

গরুর গোস্ত প্রতি কেজি ৮০০ টাকা, মুরগীর দাম ২৩০ টাকা হতে কমে হয়েছে ১৯০ টাকা, কক মুরগী ৩৬০ টাকা হতে কমে হয়েছে ৩৩০ টাকা, লেয়ার লাল মুরগি ৩৬০ টাকা হতে কমে হয়েছে ৩৫০ টাকা, প্যারেন্ট খাসী মুরগি ৩৭০ টাকা হতে কমে হয়েছে ৩২০ টাকা, প্যারেন্ট খাসি মোরগ ৩৮০ টাকা হতে কমে হয়েছে ৩৬০ টাকা।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর