বিএনপির ত্রাণ তহবিলে জোসেফের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান
ইফতি মাহমুদ
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
তারেক রহমানের নির্দেশের অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ্য মানুষের সহায়তার জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ৫ শত পরিবারের খাদ্য সামগ্রী ও পাঁচ কার্টুন শিশু নিট ওয়ার বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ত্রাণ সংগ্রহে উপস্থিত ছিলেন ত্রাণ সমন্বয় কমিটির প্রধান বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল কেন্দ্রীয় কমিটির সিঃ সহ সভাপতি রেজাউল কবীর পল।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জুয়েল প্রধান, আমীর হোসেন, আখতারুজ্জামান মৃধা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।