শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিক্ষোভের ডাক হংকংয়ের গণতন্ত্রকামীদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ মে ২০২০  

হংকংকে নিয়ন্ত্রণে আনতে নতুন নিরাপত্তা আইন করার পরিকল্পনা করছে চীন। এক চীনা কর্মকর্তা টুইটারে লিখেছেন, গত বছর অঞ্চলটিতে তীব্র গণতন্ত্রপন্থি বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এমন পরিস্থিতিতে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছেন হংকংয়ের গণতন্ত্রকামীরা। তারা মনে করে নতুন আইনটি হংকংয়ের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।


হংকং সরকারের অননুমোদিত এই প্রতিবাদ মিছিল দুপুর নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই আইন করা হলে ফের ফুঁসে উঠতে পারে হংকয়ের গণতন্ত্রকামী জনগণ।


এই বিক্ষোভের মাধ্যমে সেখানে ফের অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। চীনের পার্লামেন্ট আইনটি আরোপে সম্মত হলে হংকংয়ের জন্য ঐতিহাসিক মোড় নিতে পারে পরিস্থিতি। একইসঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কয়েক গুণ বেড়ে যেতে পারে। ইতিমধ্যে বাণিজ্য বৈরিতা ও করোনা ইসুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়ন চলছে।

 

এই বিভাগের আরো খবর