বিজিএমইএ’র সদস্যভুক্ত ৪৮ পোশাক কারখানা এপ্রিল মাসের বেতন দেয়নি
যুগের চিন্তা ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২০, ০২:০৫ এএম
৪৮ পোশাক কারখানা এখনো এপ্রিল মাসের বেতন দেয়নি বলেন জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
গতকাল বিজিএমইএর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তাদের সদস্যভুক্ত এক হাজার ৯২৬টি কারখানার মধ্যে এক হাজার ৮৭৮টি কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। শতাংশ হিসেবে যা ৯৭ দশমিক ৫ শতাংশ। তবে ৪৮টি কারখানার শ্রমিকদের বেতন-বোনাস এখনো পরিশোধ করা হয়নি। তাদের বেতন দেয়ার প্রক্রিয়া চলছে।