শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিদ্যানিকেতনে নবান্ন উৎসবের আয়োজন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০  

প্রকৃতির বৈচিত্রময় ঋতু হেমন্তের আগমনের সাথে সাথে বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই উৎসবে শিক্ষকদের আবৃত্তি আর গানে নবান্নের উৎসবটি বর্ণিল এবং প্রাণের আবেগ সৃষ্টি করে।

 

আবৃত্তি পরিবেশন করেন শিক্ষক সালমা আকতার এবং কামরুননাহার কাকলী। সংগীত পরিবেশন করেন শিক্ষক শবনম মোশফিকা অনি, সুমি সাহা, মাহাবুবা জেসমিন, উর্মিলা সাহা, জ্যোতি ঘোষ, কৃষাণু সরকার এবং মজনু।

 

সংগীত পরিচালনায় ছিলেন সঞ্জয় ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। 

 

এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম ও ট্রাষ্টি বোর্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল।

 

পরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় নবান্নের পিঠা উৎসব। এসময় শিক্ষকদের তৈরী করা বিভিন্ন পিঠা দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।
 

এই বিভাগের আরো খবর